ঢাকা: বেতন-ভাতা ও ইনক্রিমেন্টের দাবিতে আন্দোলন করায় দৈনিক জনকণ্ঠ থেকে ৬০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন কর্তৃপক্ষ।
সোমবার (১৫ মার্চ) কী কারণে কর্মী ছাঁটাই করা হয়েছে জানতে চাইলে জনকণ্ঠের নির্বাহী পরিচালক মো. তোফায়েল আহমেদ দাবি করে বাংলানিউজকে বলেন, কারণ ছাড়া তো চাকরিচ্যুত করা হয় না।
তিনি বলেন, কারণ হতে পারে কাউকে ভালো লাগলো না, এজন্য মালিক তাদের ‘নো লঙ্গার’ করেছে। যে আপনার কোনো প্রয়োজন নেই, অব্যাহতি দেওয়া হলো। কোনোদিন আমাকেও অব্যাহতি দিতে পারে, আমিও চলে যেতে পারি। এটা কোনো বিষয়ই না।
তিনি আরো দাবি করেন, আমাদের এখানে কোনো বকেয়া বেতন বা কারো পাওনা নেই। তাই আন্দোলন করার কোনো যৌক্তিকতা নেই। তবে বেতন-ভাতা ও ইনক্রিমেন্টের আন্দোলনের জন্য তাদের কাউকে চাকরিচ্যুত করা হয়নি। গত শুত্রবারের একটা আলোচনা হয়েছে, ইনক্রিমেন্টের বিষয়ে। এটা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
এসজেএ/এএ