ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

যুক্তরাষ্ট্রে জনস্বাস্থ্য বিভাগের প্রামাণ্যচিত্রে ‘ইউনিক ক্যারেক্টার’ টিম খোরশেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
যুক্তরাষ্ট্রে জনস্বাস্থ্য বিভাগের প্রামাণ্যচিত্রে ‘ইউনিক ক্যারেক্টার’ টিম খোরশেদ

নারায়ণগঞ্জ: মহামারি করোনাকালীন সময়ে জীবনবাজী রেখে করোনা প্রতিরোধে কাজ করা ফ্রন্টলাইনার তৃণমূল জনপ্রতিনিধি ও মানবিক সংগঠন টিম খোরশেদের করোনা প্রতিরোধে জীবনবাজি রাখা, চিকিৎসক ডা. মোর্শেদ, নার্স মিস শিপা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মাইকেল ফ্রেডম্যানের কোভিড আক্রান্তের জীবন বাঁচানোর লড়াই এবং কোভিড চলাকালীন সময়ে লকডাউনে ঘরবন্দি শিশু তৃধা ও নৃধা দুই বোনের সচেতনতা, গর্ভবতী গার্মেন্টসকর্মী সীমার করোনা ভীতি ও ঘরবন্দি অবস্থায় একজন মন্ত্রীর ডা. মুরাদ হাসানের রোগ প্রতিরোধের লক্ষ্যে স্বাস্থ্য সচেতনার ওপর ৪০ মিনিটের প্রামাণ্যচিত্র ‘CORONA কাল’ তৈরি করেছেন যুক্তরাষ্ট্র সরকারের ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসের সেন্টার ফর ডিজিজেস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।  

প্রামাণ্যচিত্রে ৭ জন ‘ইউনিক ক্যারেক্টার’ করোনা ভীতিকে জয় করে কিভাবে মহামারি প্রতিরোধে তাদের দায়িত্ব পালন করেছে তার সচিত্র বর্ণনা দেওয়া হয়েছে।

সেখানে স্থান পেয়েছেন বাংলাদেশে প্রথম করোনা যোদ্ধা ও দাফন সৎকারে এগিয়ে আসা ব্যক্তি কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

সিডিসির তত্ত্বাবধানে নির্মিত প্রামাণ্যচিত্র ‘করোনা কাল’ এ  সর্বাধিক গুরুত্ব পেয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বাধীন ‘টিম খোরশেদ’ এর করোনা মৃতদেহ দাফন ও সৎকার পর্বটি।

রোববার (১৪ মার্চ) দেশের বিশিষ্ট নাগরিক, সাংবাদিক, কোভিড সংশ্লিষ্ট ব্যক্তিরা, গবেষক ও শিল্প সমালোচকদের উপস্থিতিতে মহাখালী সেনা কল্যাণ সংস্থা শপিংমলের স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘করোনা কাল’র প্রিমিয়ার শো।

প্রিমিয়ার শোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডিসি বাংলাদেশ চ্যাপ্টারের কান্ট্রি ডিরেক্টর ডা. মাইকেল ফ্রেডম্যান।

ডা. মাইকেল তার বক্তব্যে বলেন, আমরা বাংলাদেশের করোনাকালীন সময় সামাজিক ও মানবিক সংকট এবং ফ্রন্টলাইনারসদের কর্মকাণ্ডকে আগামী শত বছরের জন্য ধরে রাখার জন্য এটি নির্মাণ করেছি। এজন্য আমরা বিভিন্ন সেক্টর থেকে ৭ জন ইউনিক ক্যারেক্টারকে বেছে নিয়েছি। আমরা তাদের উপর গত বছরের সেপ্টেম্বর ও অক্টোবর দুই মাস মাঠ পর্যায়ে কাজ করে করোনাকালীন প্রকৃত সংকট ও তাদের কর্মকাণ্ডকে তুলে এনেছি।

বক্তব্য শেষে ডা. মাইকেল ইউনিক ক্যারেক্টার অবিহিত করা ৭ জনকে সবার সামনে পরিচয় করিয়ে দেন। এ সময় আরো বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

এ সময় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা সরকারি উদ্যোগের বাইরে কাউন্সিলর খোরশেদের মানবিক সংগঠন ‘টিম খোরশেদ’র দেশে সর্বপ্রথম কোভিড আক্রান্ত ও সাসপেক্ট মৃতদেহ দাফন ও সৎকার করার মত সাহসী ও মানবিক উদ্যেগ নেওয়ায় ভূয়সী প্রশংসা করেন ও খোরশেদ ও তার টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রামাণ্যচিত্রটি মূলত ইংরেজি সাব টাইটেলসহ বাংলায় করা হয়েছে। ‘CORONA কাল’ বাংলাদেশ চলচ্চিত্র সংস্থার সেন্সর বোর্ডে জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেন্সর বোর্ড কর্তৃক অনুমোদিত হওয়ার পরে কমপক্ষে ১২টি ভাষার সাবটাইটেলসহ যুক্তরাষ্ট্রের কার্যক্রম আছে পৃথিবীর এমন সব দেশে সিডিসি সম্প্রচার ও প্রদর্শনের আয়োজন করবে এবং বাংলাদেশের মানুষের জন্যও উন্মুক্ত করে দেওয়া হবে।
প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন মিডিয়া হাউস ফ্লাগগার্ল’র প্রিয়তি ইফতেখার, কারিগরি সহায়তায় ছিল মিডিয়া প্রতিষ্ঠান ব্লাক মিরর এবং কনসালটেন্সি করেছেন সেফটিনেট।

এ প্রসঙ্গে টিম খোরশেদ’র টিম লিডার কাউন্সিলার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আমাদের ছোট একটু উদ্যোগ এত বড় আকারে প্রকাশ পাওয়ায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শোকরিয়া ও নারায়ণগঞ্জবাসীকে সহযোগিতার জন্যে কৃতজ্ঞতা জানাই।

খোরশেদ আরো বলেন, এ সাফল্য নারায়ণগঞ্জবাসী ও টিম খোরশেদের সব স্বেচ্ছাসেবকদের, আমার একার কিছু নয়। আমরা করোনা প্রতিরোধে গত এক বছর ধরে নিয়মিত কাজ করছি এবং সম্ভবত দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। যতদিনই করোনা তার তাণ্ডব চালাক না কেন, আমরা দাফন-সৎকার, অক্সিজেন, প্লাজমা ও অ্যাম্বুলেন্স সাপোর্ট নিয়ে আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।