ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
রাজশাহীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন

রাজশাহী: ‘মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের আয়োজনে এ দিবস পালিত হয়।

সোমবার (১৫ মার্চ) সকালে ভোক্তা অধিকার সম্বলিত জারি গান প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ট্রাক শো-এর উদ্বোধন করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. হুমায়ুন কবীর। পরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) এএনএম মঈনুল ইসলাম। বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব ভদ্র, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. আরেফিন জুয়েল, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান রিংকু। সভাপতিত্ব করেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীফুল হক।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলী দিবসের প্রতিপাদ্যের ওপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এরপর উপ-পরিচালক অপূর্ব অধিকারী স্বাগত বক্তব্য রাখেন।

সভায় বক্তারা প্লাস্টিকের বিকল্প ব্যবহার হিসেবে পাটজাত দ্রব্য ব্যবহারের বিষয়ে মতামত ব্যক্ত করেন এবং সচেতনতা বৃদ্ধির বিষয়ে গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার বিষয়ে অভিমত প্রকাশ করেন। এছাড়া আর্থিক বিষয়টি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সেবার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে বক্তারা গুরুত্বারোপ করেন।

দিবসটি উপলক্ষে দিনব্যাপী রাজশাহী মহানগরের বিভিন্ন পয়েন্টে ট্রাক শো-এর মাধ্যমে জারি গান প্রচার করা হয়েছে এবং ভোক্তা অধিকার আইন, ২০০৯ সম্বলিত সচেনতামূলক লিফলেট-প্যাম্পলেট বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।