চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ডোবার পানিতে ডুবে লাবিব হাসান (১) একটি শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ মার্চ) দুপুরের দিকে উপজেলার উথলী সন্তোষপুর গ্রামের হালসনাপাড়ায় এ ঘটনা ঘটে।
মৃত শিশুটির মা রেশমা খাতুন বাংলানিউজকে জানান, দুপুরের দিকে নিজ বাড়িতেই খেলা করছিল লাবিব। খেলার একপর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশে ডোবায় পড়ে পানিতে ডুবে যায় লাবিব। পরে খোঁজাখুঁজির পর ওই ডোবা থেকে লাবিবের মরদেহ উদ্ধার করা হয়।
উথলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
এসআরএস