ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় অগ্নিদগ্ধ হয়ে ২ গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
নওগাঁয় অগ্নিদগ্ধ হয়ে ২ গৃহবধূর মৃত্যু

নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে অগ্নিদগ্ধ দুই গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় সোমবার (১৫ মার্চ) বিকেলে থানায় মামলা হয়েছে।

পুলিশ জানায়, রোববার (১৪ মার্চ) রাতে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় অগ্নিদগ্ধ চম্পা রানী বর্মনের (২৭) মৃত্যু হয়। নিহত চম্পা রানী উপজেলার হাতুড় ইউনিয়নের শালবাড়ী গ্রামের বিদ্যুৎ চন্দ্র বর্মনের স্ত্রী।

জানা যায়, গেল ১২ ফেব্রুয়ারি দুপুরে রান্না করার সময় পরনের কাপড়ে আগুন লেগে দগ্ধ হন চম্পা। এরপর তাকে প্রথমে রাজশাহী মেডিক্যাল কলেজ বার্ন ইউনিটে এবং পরবর্তীতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অন্যদিকে, গতকাল রোববার দুপুরে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের চকবলরাম গ্রামের নুরুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম (৫০) অগ্নিদগ্ধ হন। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

মনোয়ারার স্বামী জানান, তার স্ত্রী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। নিজেই শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ বাংলানিউজকে জানান, অগ্নিদগ্ধ মনোয়ারা বেগমের মৃত্যুর পর থানায় মামলা হয়েছে। তবে চম্পা রাণীর মৃত্যুতে কনো মামলা দায়ের হয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখবে পুলিশ।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।