সিলেট: সিলেটে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় হেলপারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন অন্তত ৭ জন।
সোমবার (১৫ মার্চ) রাত পৌনে ১টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত সাতজনকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী গ্রিন লাইন বাস ও ঢাকাগামী ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এতে বাসের হেলপার মারা যান। ট্রাকের চালক ও বাসের যাত্রীসহ সাতজন আহত হয়েছেন।
সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক এ তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর গাড়ি দুটি সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
বাংলাদেশ সময়: ০৩২৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
এনইউ/এইচএডি/