ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
নারায়ণগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের খানপুর জোড়া পানির টাংকি এলাকার সেন্ট্রাল জেনারেল হাসপাতালে পান্না (৩০) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। স্বজনদের দাবি, ভুল চিকিৎসায় পান্নার মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে অভিযোগ করা হলে ব্যবস্থা নেয়া হবে। নিহত পান্না সেন্ট্রাল জেনারেল হাসপাতালের ডা. মিসকাত জাহান হেনার অধীনে চিকিৎসাধীন ছিলেন।

পান্নার স্বামী চাষাঢ়া মোড়ের ফল ব্যবসায়ী জিসান চাঁদপুর জেলার মতলব এলাকার বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জ শহরের ডনচেম্বার এলাকার সবুজ মিয়ার বাড়িতে বসবাস করতেন।

পান্নার মা শান্তা বেগম জানান, সকালে সিজারের জন্য এ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকেল ৪টায় সিজার হয় এবং মা মেয়ে দুজনই সুস্থ ছিল। কিছুক্ষণ পর নবজাতক মেয়েকে আদর করার সময় কাশি হয়। কাশি দেওয়ার পর নার্স ডাকা হলে তিনি এসে ইনজেকশন পুশ করেন। ইনজেকশনের পর বমি ও রক্ত বের হয়। পরেই পান্না মারা যায়। মারা যাওয়ার সঙ্গ সঙ্গেই চিকিৎসকরা তড়িঘড়ি করে ঢাকায় পাঠিয়ে দেয়।

হাসপাতালের পরিচালক মনিরুজ্জামান মনির জানান, প্রেসার বেড়ে যাওয়া নিয়ন্ত্রণ করা যায়নি। পরে তাকে ঢাকা পাঠানো হলে তিনি পথে মারা যান।

ঘটনাস্থলে যাওয়া নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, রোগী মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সবার সঙ্গে কথা বলেছি। রোগীর স্বজনরা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।