ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
আদিতমারীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু প্রতীকী ছবি

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন।

মঙ্গলবার (১৬ মার্চ) সকালে লালমনিরহাট-বুড়িমারী রেল রুটের উপজেলার সারপুকুর ইউনিয়নের রইসবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে উপজেলার রইসবাগ রেল গেটের পূর্ব প্রান্তে অজ্ঞাত মানসিক প্রতিবন্ধ এক ব্যক্তি ঘোরাফেরা করছিলেন। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার পরনে লুঙ্গি ও গায়ে সোয়েটার পড়া রয়েছে।  

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়রা কেউ মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি। রেলওয়ে থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।