সাভার (ঢাকা): বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের পর্যায়ক্রমে শ্রদ্ধা জানাবেন পাঁচ দেশের রাষ্ট্র প্রধানরা। এ উপলক্ষে ইতোমধ্যেই জাতীয় স্মৃতিসৌধ ধুয়েমুছে পরিষ্কার করে রেখেছে গণপূর্ত বিভাগ।
আগামী ২৬ মার্চ বাঙালি জাতি শ্রদ্ধাভরে উদযাপন করবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী।
মঙ্গলবার (১৬ মার্চ) সকালে সাভার গণপূর্ত বিভাগের জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সাভার গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আগামী ১৭ মার্চ থেকে জাতীয় স্মৃতিসৌধে আনুষ্ঠানিকতা শুরু হবে। ওই দিন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর ১৯ মার্চ শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজার পক্ষে, ২২ মার্চ নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী, ২৪ মার্চ ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। সবশেষ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
স্মৃতিসৌধ প্রাঙ্গণে গিয়ে দেখা গেছে, প্রায় এক মাস ধরে ধুয়ে মুছে ও বাহারি ফুলের সমারোহে সাজিয়ে প্রস্তুত করে তোলা হয়েছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। লাল-ইটে সাদা রঙের ছোঁয়া শুভ্রতা ছড়াচ্ছে। বিভিন্ন স্থানে লাল টকটকে ফুলের টবে শোভা পাচ্ছে বাহারি ফুল গাছ। আগেভাগেই গাছ ছেঁটে দৃষ্টিনন্দন করে তোলা হয়েছে। লেকের পানিতে নতুন করে রোপণ করা হয়েছে লাল শাপলা। এছাড়া স্মৃতিসৌধ এলাকার সড়কগুলোতে বাহারি রং এর বাতি দিয়ে সাজানো হয়েছে। এবং নিরাপত্তা ব্যবস্থার জোরদার করার জন্য চারদিক সিসিটিভির আওতায় আনা হয়েছে।
উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৭ মার্চ থেকেই স্মৃতিসৌধে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা জাতীয় স্মৃতিসৌধে আসবেন। এ উপলক্ষে গত ১ মার্চ থেকেই স্মৃতিসৌধের প্রস্তুতিমূলক কাজ শুরু হয়েছে। প্রায় ১৫০ জন কর্মী পরিষ্কার-পরিচ্ছন্নতা, ধোয়া-মোছা ও সৌন্দর্য্য বর্ধনের কাজ করেছে। শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ।
নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে জাতীয় স্মৃতিসৌধ ফাঁড়ির ইনচার্জ (এসআই) হারুন অর রশিদ বাংলানিউজকে বলেন, স্মৃতিসৌধের আশপাশের এলাকায় ইতোমধ্যে ভাড়াটিয়াদের সব তথ্য নেওয়া হয়েছে। এছাড়া এই এলাকা কোনো অতিথি আসলে অবশ্যই আমাদের জানিয়ে আসতে হবে। আমাদের পক্ষ থেকে সব সময় নিরাপত্তা জোরদার রয়েছে। প্রতিটি পয়েন্টে পয়েন্টে অস্থায়ী পোস্ট তৈরি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
আরএ