গোপালগঞ্জ: গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় মনোয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ মার্চ) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা একই উপজেলার বিজয়পাশা গ্রামের মো. ইউসুফ ফকিরের স্ত্রী।
ভাঙ্গা হাইওয়ে থানার কাশিয়ানী অঞ্চলের ট্রাফিক পরিদর্শক আবু নাঈম মো. মোফাজ্জেল হক জানিয়েছেন, ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মনোয়ারা বেগমকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ঘাতক বাস ও চালক রবিউলকে আটক করা হয়েছে। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
আরএ