ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

তেজগাঁওয়ে অবরোধকারী শ্রমিকদের তুলে দিয়েছে পুলিশ, আহত ৯

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
তেজগাঁওয়ে অবরোধকারী শ্রমিকদের তুলে দিয়েছে পুলিশ, আহত ৯ তেজগাঁওয়ে অবরোধকারী শ্রমিকদের সড়ক থেক তুলে দিয়েছে পুলিশ | ছবি: শাকিল আহমেদ

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে তিব্বত মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দুটি পোশাক কারখানার শ্রমিকেরা।  পুলিশ অবরোধকারী শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছে।

এতে এক পুলিশ সদস্যসহ ৯ শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ মার্চ) সকাল ৯টা থেকে সাড়ে ১১ পর্যন্ত তিব্বত মোড় অবরোধ করে রাখেন শ্রমিকরা। এ সময় রাস্তাটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কিশোর শীল জানান, সকাল ৯টা থেকে পোশাক শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে রাস্তা অবরোধ করে রাখেন। এতে রাস্তার উভয় পাশে তীব্র যানজট তৈরি হয়। শ্রমিকদের অনুরোধ করা সত্ত্বেও তারা অবরোধ তুলে নেয়নি। পরে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে, পুলিশ এক পর্যায়ে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়। টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করা হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে বলে জানান তিনি।

তিব্বত মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্টিচওয়েল ও অ্যাপারেল স্টিচ নামে দুই পোশাক কারখানার শ্রমিক। কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদ ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, তেজগাঁও শিল্পাঞ্চলের ঘটনায় ৮ নারী শ্রমিক হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের কয়েকজনের শরীরে শটগানের গুলি লেগেছে। একজন পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে আহতদের কারো অবস্থা গুরুতর নয়।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
এজেডএস/পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।