ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

র‍্যাবের নতুন অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কেএম আজাদ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
র‍্যাবের নতুন অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কেএম আজাদ 

ঢাকা: এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন কর্নেল কে এম আজাদ। তিনি কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ারের স্থলাভিষিক্ত হলেন।

 

মঙ্গলবার (১৬ মার্চ) র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, কর্নেল কেএম আজাদ মঙ্গলবার থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) পদের দায়িত্বভার গ্রহণ করলেন।  

এর আগে ২০১৯ সালের ২৯ জুন থেকে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার।

কারওয়ান বাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে নবনিযুক্ত র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল কেএম আজাদ বলেন, এলিট ফোর্স র‌্যাবের স্লোগান হচ্ছে বাংলাদেশ আমার অহংকার। আমাদের শপথ হচ্ছে দক্ষতা দিয়ে র‌্যাবের সম্মান উঁচু স্থানে রাখা।  

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
এসজেএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।