ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক আবু আনাস আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
সাংবাদিক আবু আনাস আর নেই আবু আনাস

ঢাকা: ইংরেজি দৈনিক ফিন্যানসিয়াল এক্সপ্রেসের ইকোনোমিক এডিটর আবু আনাস আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।

মঙ্গলবার (১৬ মার্চ) হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

তার স্ত্রী লাভলী বেগম বাংলানিউজকে বলেন, সকালে আবু আনাস বাসায় হৃদরোগে আক্রান্ত হন৷ পরে তাকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

সাংবাদিক আবু আনাসের বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।  

মঙ্গলবার বাদ জোহরের পর জাতীয় প্রেসক্লাবে তার জানাজা অনুষ্ঠিত হয়৷ এরপর বাদ আছর পান্থপথের বাসার কাছের মসজিদে জানাজা শেষে আবু আনাসকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

দুই দশক ধরে সাংবাদিকতায় যুক্ত আবু আনাস এর আগে ইংরেজি দৈনিক ইনডিপেনডেন্ট এবং নিউ নেশনেও কাজ করেছেন।

জলবায়ু পরিবর্তন বিষয়ে সাংবাদিকতার জন্য প্রথম বাংলাদেশি সাংবাদিক হিসেবে আবু আনাস ২০১৯ সালে ‘প্রিন্স অ্যালবার্ট টু অব মোনাকো অ্যান্ড ইউএনসিএ’ পদক পান।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
ডিএন/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।