ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সিগঞ্জে ৮৮ মণ জাটকা জব্দ, জরিমানা ১৫ হাজার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
মুন্সিগঞ্জে ৮৮ মণ জাটকা জব্দ, জরিমানা ১৫ হাজার জব্দকৃত জাটকা। ছবি: বাংলানিউজ

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ সদর উপজেলায় পৃথক দুইটি অভিযান চালিয়ে প্রায় ৮৮ মণ জাটকা জব্দ করেছে নৌ-পুলিশের সদস্যরা। এসময় তিন জনকে আটক করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ মার্চ) ভোর ৫টায় মুক্তারপুর সেতুর টোল প্লাজায় একটি পিকআপ ভ্যান ও সকাল ৮টায় ধলেশ্বরী নদীতে ট্রলার থেকে এসব জাটকা জব্দ করা হয়।  

আইন অমান্য করে জাটকা পরিবহন করায় আটক তিন জনকে ৫ হাজার করে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মেজবাহ-উল-সাবেরিন।  

মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জের বাংলাবাজার থেকে ছেড়ে আসা ঢাকার যাত্রাবাড়ীগামী একটি পিকআপভ্যানে মুক্তারপুর সেতুর টোলপ্লাজায় তল্লাশি চালানো হয়। এসময় ৯টি ড্রামের ভেতর থেকে জাটকা জব্দ ও চালকসহ দুইজনকে আটক করা হয়।  

এরপর আরেকটি অভিযানে মুক্তারপুর সেতুর কাছে ধলেশ্বরী নদীতে চাঁদপুর থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জগামী বিভিন্ন মাছ বহনকারী একটি ট্রলারে অভিযান চালানো হয়। এসময় সেখানেও জাটকা পাওয়া যায়। দুইটি পৃথক অভিযানে প্রায় ৮৮ মণ জাটকা জব্দ করা হয়। যা ১৬টি মাদরাসায় বিতরণ করা হয়েছে।  

তিনি জানান, জাটকা মৌসুম চলাকালীন পর্যন্ত আটক পিকআপভ্যানটি নৌ-পুলিশের কাছে থাকবে। তবে ট্রলারে অন্যান্য মাছ থাকায় সেটি ছেড়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।