ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে প্রতিবেশীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
গাজীপুরে প্রতিবেশীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার পাবুরেরচালা এলাকায় ছুরিকাঘাতে শাহিনুর (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।

শাহিনুর উপজেলার পাবুরেরচালা এলাকার সোহাগ মিয়ার ছেলে।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ার বাংলানিউজকে জানান, শাহিনুরের সঙ্গে প্রতিবেশী আনিস ও সজীবের বেশ কিছুদিন আগে মাছ ধরা নিয়ে ঝগড়া হয়। ওই সময় স্থানীয় লোকজনের মাধ্যমে তা মীমাংসাও করে দেওয়া হয়। এক পর্যায়ে সোমবার রাতে শাহিনুর তাদের বাড়ির পাশে ওয়াজ শুনতে যায়। এসময় সজীব ও শাহিনুরের দেখা হয় এবং মাছ ধরার বিষয় নিয়ে তাদের মধ্যে ফের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সজীব ক্ষিপ্ত হয়ে শাহিনুরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে শাহিনুরের ডাকচিৎকারে লোকজন এগিয়ে আসে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে যায়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শাহিনুরকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪০, মার্চ ১৬, ২০২১
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।