নোয়াখালী: আরেক মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে আবার কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৬ মার্চ) সকালে কড়া পুলিশি পাহারায় তাকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রিট আদালতে হাজির করা হয়।
এদিকে, কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানকে গত ৮ মার্চ বসুরহাট পৌরসভার রূপালী চত্বরে লাঞ্ছিত করার বিষয়ে তার স্ত্রী আরজুমান পারভীন বাদী হয়ে আবদুল কাদের মির্জাকে আসামি করে দ্রুত বিচার আইনে যে মামলা করেছেন, মঙ্গলবার সে মামলার শুনানি হয়। মামলার শুনামি শেষে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শোয়েব উদ্দিন খান।
এ তথ্য নিশ্চিত করেন মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. হারুনুর রশিদ হাওলাদার।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
এসআই