ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কার্টুনিস্ট কিশোরের স্বাস্থ্য পরীক্ষায় মেডিক্যাল বোর্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
কার্টুনিস্ট কিশোরের স্বাস্থ্য পরীক্ষায় মেডিক্যাল বোর্ড

ঢাকা: আলাদতের নির্দেশে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নুরুল ফাত্তাহ রুমিকে প্রধান করে ৩ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ মার্চ) হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেন।

বাংলানিউজকে তিনি বলেন, ৩ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করেছি। আদালত থেকে এই নির্দেশনা এসেছে। নির্দিষ্ট সময়ে তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

নাক, কান ও গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নুরুল ফাত্তাহ রুমিকে প্রধান করে মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. হাফিজ সরকারকে সদস্য সচিব এবং অর্থপেডিকস বিভাগের প্রধান অধ্যাপক ডা. ফখরুল আমিন খানকে সদস্য করে এই মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আলাউদ্দিন আল আজাদ বলেন, আদালতে জবানবন্দিতে কার্টুনিস্ট কিশোরের অভিযোগ করেছেন, তাকে গত বছরের মে মাসে নির্যাতন করা হয়েছে। নির্যাতনে তিনি পিঠে, পায়ে ও কানে আঘাত পেয়েছেন। সেই কারণে আদলতের নির্দেশে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ এই বোর্ড গঠন করা হয়েছে। পরবর্তী কার্যদিবসে এই মেডিক্যাল বোর্ড কিশোরকে স্বাস্থ্য পরীক্ষা করবেন। স্বাস্থ্য পরীক্ষার পরে সঠিক সময় মেডিক্যাল বোর্ড আদালতে একটি প্রতিবেদন জমা দেবে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।