ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
আশুলিয়ায় ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় বাগবাড়ি এলাকায় সুরক্ষা না থাকায় একটি চার তলা নির্মাণাধীন বাড়ির ছাদ থেকে পড়ে সাইফুল ইসলাম (৪০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, সকাল ১১টার দিকে আশুলিয়ার বাগবাড়ী এলাকার একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পরে তার মৃত্যু হয়।  

নিহত সাইফুল সাতক্ষীরার সদর থানার জোড়দিয়া গ্রামের কাওছারের ছেলে। সে আশুলিয়ার ভাদাইল সাধু মার্কেট এলাকায় ভাড়া বাসায় থেকে রডমিস্ত্রী হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আশুলিয়ার বাগবাড়ি এলাকার একটি নির্মাণাধীন ভবনের চার তলার ছাদে সকাল থেকে কাজ করার সময় মাটিতে সে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির বাংলানিউজকে বলেন, খবর পেয়ে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।