চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মাটিবোঝাই ট্রাক্টরের ধাক্কায় এক বাইসাইকেলআরোহী নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) এসএম মুনির লিংকনের ওপর হামলা চালিয়েছেন স্থানীয় লোকজন।
পরে পুলিশ ও জনপ্রতিনিধিরা তাকে উদ্ধার করে। মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার কাটাপোল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাথানগাছি গ্রামের ওহিদুল বিশ্বাস। পথে কাটাপোল এলাকায় পৌঁছালে মাটিবোঝাই একটি ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। এসময় তার সঙ্গে থাকা শিশুপুত্র ইয়াসিনও আহত হয়। এ দুর্ঘটনার খবরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় জনগণ। ট্রাক্টরের চালক ও হেলপার পালিয়ে গেলেও বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাক্টরটি আটকে রেখে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইউএনও মুনির লিংকন পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ জনতা ইউএনও ও তার সহযোগীদের ধাওয়া করেন এবং ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে মাথায় আঘাত পান ইউএনও। তাকে উত্তেজিত জনতা একটি বাড়িতে অবরুদ্ধও করে রাখের কিছুক্ষণ। পরে জীবননগর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ও পুলিশ তাকে উদ্ধার করেন।
স্থানীয় লোকজনের অভিযোগ, এলাকায় অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। এ মাটি বহনের জন্য ট্রাক্টর ওই গ্রামে যাতায়াত করে। এ কারণে দুর্ঘটনার পর ক্ষুব্ধ হন তারা।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ইউএনও ঘটনাস্থলে গেলে তার ওপর চড়াও হন ক্ষুব্ধ জনতা। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে।
এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় ইউএনও ও নিহতের পরিবার দু’টি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান ওসি।
তবে ইউএনও মুনিম লিংকনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
এসআই