রাজশাহী: করোনা ভাইরাসের কারণে রাজশাহী জেলায় কর্মহীন সাংস্কৃতিক কর্মীদের মধ্যে প্রধানমন্ত্রীর প্রণোদনার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে শিল্পকলা একাডেমি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক কর্মীদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক মো. আব্দুল জলিল।
চেক বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক।
এ সময় অন্যদের মধ্যে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. কামরুজ্জামান, নেজারত ডেপুটি কালেক্টর আব্দুল্লাহ আল রিফাত, স্টাফ অফিসার সুমন চৌধুরী, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমাদুল হাসান, রাজশাহী জেলা কালচারাল অফিসার আসাদুজ্জামান সরকারসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাজশাহী জেলার কর্মহীন সাংস্কৃতিক কর্মীদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে ৪৭ জনকে মোট চার লাখ ৭০ হাজাট টাকার প্রণোদনার চেক বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, প্রধানমন্ত্রী সব ধরনের মানুষের প্রতি নজর রাখেন। এ ১০ হাজার টাকা দেওয়া মানেই আপনার সমস্যা সমাধান হয়ে যাবে তা নয়। এটির মানে রাষ্ট্র আপনার পাশে আছে। এটি আপনাদের পাশে থাকার প্রত্যয়।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
এসএস/আরবি