ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বিইউপিতে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত গানের মোড়ক উন্মোচন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
বিইউপিতে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত গানের মোড়ক উন্মোচন

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রচিত ‘জন্মশত বরষে মুজিব, দেখিতে চাহে, তোমায় এ মন, যদিও তুমি আছো মনে মনে, সবার হৃদয়ও আসনে’- শীর্ষক গানের মোড়ক উন্মোচন করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার (১৬ মার্চ) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিজয় অডিটোরিয়ামে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান প্রজন্ম যারা বঙ্গবন্ধুকে স্বচক্ষে দেখেননি এবং বঙ্গবন্ধুর সংস্পর্শে আসেননি কিন্তু তার আদর্শ ও চেতনাকে ধারণ করেন, তাদের মধ্যে বঙ্গবন্ধুর রাজনৈতিক ও সংগ্রামী জীবনাদর্শকে এ গানের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।  

মুজিব শতবর্ষ উপলক্ষে বিইউপি গৃহীত বিভিন্ন কর্মসূচির মধ্যে একটি আয়োজন হচ্ছে আজকের এ গানের মোড়ক উন্মোচন। গানটির রচয়িতা বিইউপির সাবেক রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. মেফতাউল করিম। যিনি নিজেই গানটিতে সুর দিয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইদুর রহমান সজল, বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি, শিল্পী ও কলাকুশলীরা।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।