ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বাবা-মাকে মারধর, ছেলের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
বাবা-মাকে মারধর, ছেলের কারাদণ্ড

বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় মাদক সেবনের জন্য টাকা চেয়ে ব্যর্থ হয়ে বাবা-মাকে মারধরের অভিযোগে মাদকসেবী ছেলেকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  

জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের নগরবাড়ি গ্রামের আব্দুর রহিম ভাট্টির ছেলে মো. হৃদয় ভাট্টি (২০) মাদক সেবনের জন্য বাবা-মায়ের কাছ থেকে প্রায়ই টাকা আদায় করতেন, টাকা না দিলে বাবা-মাকে মারধর করতেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আবুল হাশেমের কাছে বাবার অভিযোগ দায়েরের পর মঙ্গবার (১৬ মার্চ) দুপুরে আদালতের নির্দেশে মাদকসেবী হৃদয়কে ১০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ।

পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের বিচারক মো. আবুল হাশেম মাদকসেবী হৃদয়কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেন। হৃদয়কে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।