ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বেলকুচিতে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে বাবা-ছেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
বেলকুচিতে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে বাবা-ছেলের মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সুবণসাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সুবর্ণসাড়া গ্রামের মন বাঁশফোড়ের ছেলে হৃদয় বাঁশফোর (৪০) ও তার ছেলে বিশাল বাঁশফোর (১৭)।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মনজিল হক বাংলানিউজকে জানান, হরিজন সম্প্রদায়ের হৃদয় ও তার ছেলে বিশাল সুবর্ণসাড়ার মসজিদের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে যান। তারা ট্যাংকটির ভেতরে নামার কিছুক্ষণ পর ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এদিকে, বেশ কিছুক্ষণ তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে আশাপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্যাংকের ভেতর থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।  

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।