ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বৈদ্যুতিক টাওয়ারের নিচে চাপা পড়ে নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
গাজীপুরে বৈদ্যুতিক টাওয়ারের নিচে চাপা পড়ে নিহত ২

গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে বৈদ্যুতিক টাওয়ার সরানোর সময় নিচে চাপা পড়ে দু’জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে স্পিড ওয়াল সিএনজি স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুর সদর থানা এলাকার সোহাগ সরকার (২৫) ও সুমন আলী (৪০)।  

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ বাংলানিউজকে জানান, দুপুরে স্পিড ওয়াল সিএনজি স্টেশনের সামনে বৈদ্যুতিক টাওয়ার সরানোর সময় হঠাৎ টাওয়ারটি ভেঙে পড়ে যায়। এ সময় টাওয়ারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সোহাগ ও সুমনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।