ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সঠিক ইতিহাস চর্চার আহ্বান  প্রবাসী কল্যাণমন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
সঠিক ইতিহাস চর্চার আহ্বান  প্রবাসী কল্যাণমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ

ঢাকা: রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সঠিক ইতিহাস চর্চার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেন, সবাইকে বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা জানাতে হবে।

অকৃতজ্ঞ জাতি কখনো এগিয়ে যেতে পারে না, তবে কৃতজ্ঞতাবোধ একটি জাতিকে বহুদূর নিয়ে যেতে পারে।

বুধবার (১৭ মার্চ) রাজধানীর মিরপুরে বাংলাদেশ-কোরিয়া প্রশিক্ষণ কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, বাংলাদেশ স্বাধীন করার অগ্রদূত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু সব সময় মানুষের অধিকার আদায়ে নেতৃত্ব দিয়েছেন। মুক্তিকামী মানুষের অনুপ্রেরণার আরেক নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

শিশুদের উদ্দেশ্যে ইমরান আহমদ বলেন, শিশুদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়ে তাদের কল্যাণে জন্য কাজ করতে হবে। কারণ এই শিশুরা আগামীতে যদি ভুল পথে যায় তাহলে এই দায় আমাদের নিতে হবে। কারিগরি শিক্ষা অর্জন করে দক্ষতার সঙ্গে দেশের জন্য কাজ করতে হবে।

বিদেশ ফেরতদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, যারা করোনা ভাইরাসের কারণে চাকরি হারিয়ে দেশে ফিরে এসেছেন, তাদের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে করে তারা দেশে কিংবা বিদেশ গিয়ে উপার্জন বৃদ্ধি করে দেশের অর্থনীতিতে উজ্জ্বল ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, এই জাতি এক সময় স্বপ্ন দেখা ভুলে গিয়েছিল। তখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার জন্য স্বপ্নের বীজ বপন করেছিলেন। কীভাবে অধিকার আদায় করতে হয় তার নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু। এই স্বপ্নের সঙ্গে আমরা জড়িয়ে আছি, সোনার বাংলা বাস্তবায়ন করছে সরকার। আমরা যদি একযোগে কাজ করি তাহলেই জাতির পিতার স্বপ্ন পূরণ হবে।

জনশক্তি ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক শামছুল আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান। অনুষ্ঠানটি বিকেটিটিসি, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা টিটিসি এবং বিজিটিটিসি যৌথভাবে আয়োজন করে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, মার্চ ১৭,২০২১
জিসিজি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।