ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কুয়াকাটা সৈকতে বঙ্গবন্ধুর বালুর ভাস্কর্য উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
কুয়াকাটা সৈকতে বঙ্গবন্ধুর বালুর ভাস্কর্য উদ্বোধন

পটুয়াখালী: বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উদযাপন উপলক্ষে সাগরকন্যা খ্যাত সাগরকন্যা খ্যাত পর্যটন নগরী কুয়াকাটা সৈকতে বালু দিয়ে তৈরি করা বঙ্গবন্ধুর ভাস্কর্য উদ্বোধন করা হয়েছে।  

বুধবার (১৭ই মার্চ) বিকেলে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে নির্মিত এ ভাস্কর্যটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমদ ও কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেনসহ অনেকে।

কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে ১০০ গজ পূর্ব দিকের সৈকতে নির্মিত হয়েছে এ বালুর ভাস্কর্যটি। এছাড়া প্রায় ৪০ ফুট দীর্ঘ ও ৮ ফুট প্রশস্ত এ ভাস্কর্যটি বানিয়েছেন খুলনা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছয় শিক্ষার্থী। গত ৯ মার্চ তারা ভাস্কর্যটি বানাতে শুরু করেন।
কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটক সৈয়দ কিশোর বলেন, পরিবার নিয়ে প্রায়ই এখানে আসা হয়। কিন্তু এবার এসে বালুর তৈরি ভাস্কর্য দেখে খুব ভালো লাগলো।  

কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার বলেন, ভাস্কর্যে বঙ্গবন্ধুর ছবি, ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ফুটিয়ে তোলা হয়েছে। যা দেখে দর্শনার্থীসহ তরুণ প্রজন্ম অনেক কিছু শিখতে পারবে।  

পটুয়াখালী জেলা পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানান তিনি। এছাড়া সৈকতে বালুর তৈরি ভাস্কর্যটি বানানোর সময় পর্যটক ও দর্শনার্থীরা ভিড় করেন।

এ বিষয় পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশুদিবস উপলক্ষে ১৭ মার্চ বিকেল এ ভাস্কর্যটি অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে এবং আগামী ২৬ মার্চ পযর্ন্ত পর্যটকসহ স্থানীয়দের জন্য উন্মুক্ত রাখা হবে।  

দক্ষ কারিগরের নিপুণ কৌশলে তৈরি করা হয়েছে দক্ষিণবঙ্গের প্রথম কোনো বালু ভাস্কর্য। এটি সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকদের আরও বিনোদন ও দেশের ইতিহাস ঐতিহ্যের সম্পর্কে জানতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।