ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে সাবমেরিন ক্যাবলসহ গ্রেফতার ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
বরিশালে সাবমেরিন ক্যাবলসহ গ্রেফতার ৪ বরিশালে সাবমেরিন ক্যাবলসহ গ্রেফতার ৪

বরিশাল: বরিশাল নগরে অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকার সাবমেরিন ক্যাবলসহ (তামার তার) চারজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আটকরা হলেন- বরিশাল নগরের ২৫ নম্বর ওয়ার্ডের ধোপাবাড়ি সড়ক এলাকার রমজান হাওলাদার (২২), বটতলা জোড়াপোল সংলগ্ন এলাকার মো. রানা হাওলাদার (২২), বটতলা এলাকার মো. আরিফ মোল্লা (২৬) ও তালতলী এলাকার মো. জলিল মল্লিক (৪৫)।

বুধবার (১৭ মার্চ) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।
 
এর আগে ডিবির পরিদর্শক মো. আব্দুর রহমান মুকুলের নেতৃত্বে একটি টিম নগরের ২৫ নম্বর ওয়ার্ডস্থ ধোপাবাড়ি সড়কে বরের ভিটা নামক স্থানে অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে ৭৩ কেজি সাবমেরিন ক্যাবলের খন্ড, ১৫০ কেজি তামার তার ও ৩৮ কেজি অ্যালুমিনিয়াম তার এবং আটটি সাবমেরিন ক্যাবলের খোলা কাটা পাইপ উদ্ধার করা হয়।

পরে এ ঘটনায় মামলা দায়ের শেষে আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
এমএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।