ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শাহজাদপুরে নসিমন চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
শাহজাদপুরে নসিমন চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের চাপায় আনোয়ার হোসেন (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।  

বুধবার (১৭ মার্চ) সন্ধ্যায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্টান্ডের অদূরে পেট্টোল পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আনোয়ার হোসেন শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর মহল্লার মৃত খন্দকার সৈয়দ আলী মেম্বরের ছেলে।  

শাহজাদপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আল-মাহমুদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, আনোয়ার একটি দুগ্ধ শীতলীকরণ কোম্পানিতে ম্যানেজারের চাকরি করতেন। তিনি সন্ধ্যার দিকে তার কর্মস্থল নলুয়া এলাকায় যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে একটি শ্যালো ইঞ্জিনচালিত নসিমন চাপা দেয়। এতে গুরুতর আহত হন আনোয়ার। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।  

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বাংলানিউজকে বলেন, দুর্ঘটনার খবর আমরা পাইনি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।