কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নিকলী উপজেলার নানশ্রী বাজার এলাকায় টমটমচাপায় সুরাইয়া আক্তার (০৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার নিকলী-করিমগঞ্জ সড়কে (রাষ্ট্রপতি আবদুল হামিদ সড়ক) এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুরাইয়া আক্তার ইটনা উপজেলার ছিলনি গ্রামের সুকেন মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানায়, উপজেলার নানশ্রী এলাকায় পরিবারের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে যান সুরাইয়া আক্তার। বুধবার (১৭ মার্চ) দুপুর ২টার দিকে সুরাইয়া আইসক্রিম কিনতে নানার বাড়ির পাশে নানশ্রী বাজার এলাকায় যায়। এসময় সড়কে চলাচলকারী একটি টমটম সুরাইয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু সুরাইয়ার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্খলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ঘাতক টমটমটিকে আটক করে স্থানীয় লোকজন। বিষয়টি নিকলী থানা পুলিশকে জানিয়েছে স্থানীয়রা।
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
এনটি