চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ট্রেনে কেটে পড়ে আব্দুল লতিফ আরিফ (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা রেলবাজারের রেল গেটের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার একেএম ইউসুফ পলাশ বাংলানিউজকে জানান, সকালে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন চুয়াডাঙ্গা স্টেশনে যাত্রাবিরতি করে। ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় রেললাইনের উপর দিয়ে হেঁটে যাওয়া আব্দুল লতিফকে ধাক্কা দেয়। এতে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান লতিফ। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশ।
চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক নরেশ চন্দ্র দাস বাংলানিউজকে জানান, ঘটনাস্থল থেকে নিহত আব্দুল লতিফের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
এনটি