বগুড়া: বগুড়ার গাবতলী উপজেলায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৬৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ মার্চ) সকালে উপজেলার নারুয়ামালা নতুন ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল বাংলানিউজকে জানান, স্থানীয়রা নারুয়ামেলা নতুন ব্রিজের নিচে ওই বৃদ্ধের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
কেএআর