ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

আখাউড়ায় স্বামীর নিক্ষিপ্ত এসিডে স্ত্রী ও শাশুড়ি দগ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
আখাউড়ায় স্বামীর নিক্ষিপ্ত এসিডে স্ত্রী ও শাশুড়ি দগ্ধ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় স্বামীর নিক্ষিপ্ত এসিডে স্ত্রী ও শাশুড়ি দগ্ধ হয়েছেন।  

শুক্রবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার তন্তর ভাটিমাটা গ্রামে এ ঘটনা ঘটে।

এসিড দ্বগ্ধ চন্দনা রানী পাল ও তার মা পুতুল রানীকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।  

এসিড দ্বগ্ধ গৃহবধূর স্বজনরা জানান, প্রায় ১০ বছর আগে ঢাকার তাঁতি বাজার এলাকার নিতাই পালের ছেলে আনন্দ পালের সঙ্গে ভাটিমাটা গ্রামের কালিপদ পালের মেয়ে চন্দনা পালের বিয়ে হয়। বিয়ের পর থেকে জুয়াড়ি স্বামী টাকার জন্য প্রায়ই তাকে মারধর করতেন। নির্যাতন সইতে না পেরে এক বছর আগে চন্দনা বাবার বাড়ি ভাটিমাটা গ্রামে চলে আসেন। শুক্রবার দুপুরে আনন্দ পাল শ্বশুরবাড়িতে এসে স্ত্রীকে জোর করে নিয়ে যেতে চান। এতে অস্বীকৃতি জানালে আনন্দ পাল ক্ষুব্ধ হয়ে স্ত্রী ও শাশুড়িকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান।  

এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।