বরিশাল: ভূমি অফিসের কর্মকর্তার স্বাক্ষর জাল করে ভুয়া কাগজপত্র, খতিয়ান ও নামজারি করে এলাকার নিরীহ মানুষের সঙ্গে প্রতারণাকারী ফারুক মৃধাকে আটক করেছে পুলিশ। বরিশালের গৌরনদী উপজেলা থেকে তাকে আটক করা হয়।
শুক্রবার (১৯ মার্চ) সকালে থানা পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার ইল্লা গ্রামের মৃত চেয়ার আলী মৃধার ছেলে ফারুক মৃধা উপজেলা ভূমি অফিসের কর্মকর্তার স্বাক্ষর জাল করে ভুয়া কাগজপত্র, খতিয়ান ও নামজারি করে এলাকার নিরীহ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।
গত বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে প্রতারক চক্রের মূলহোতা ফারুক মৃধা উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে কাগজপত্র নিয়ে নামজারি করতে এলে কর্মচারীদের সন্দেহ হয়। তাৎক্ষণিক বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম প্রিন্স জানতে পেরে প্রতারক ফারুককে আটক করে গৌরনদী মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে প্রতারক ফারুককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
এমএস/আরবি