সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে এক আদিবাসী এক কলেজছাত্রীকে (১৭) ধর্ষণের অভিযোগ উঠেছে আবু সাইদ (৩৮) নামে এক গৃহশিক্ষকের বিরুদ্ধে।
শুক্রবার (১৯ মার্চ) দুপুরে নির্যাতিতা কলেজছাত্রীর বাবা বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন।
এর আগে, বৃহস্পতিবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার তালম ইউনিয়নের গুল্টা গ্রামে এ ধর্ষণের ঘটনার পরপরই বিক্ষুদ্ধ লোকজন অভিযুক্ত আবু সাইদকে মারধর করে। অভিযুক্ত গৃহশিক্ষক উপজেলার তালম ইউনিয়নের গুল্টা হাজিপাড়া গ্রামের মৃত জাফর মোল্লার ছেলে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
লিখিত অভিযোগে কলেজছাত্রীর বাবা জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে মেয়েকে বাড়িতে রেখে স্ত্রীকে নিয়ে তিনি নিজেদের স্টলে চা বিক্রি করছিলেন। এই সুযোগে গৃহশিক্ষক আবু সাইদ মোল্লা মেয়েকে পড়াতে এসে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পরে তার চিৎকারে লোকজন এগিয়ে এলে অভিযুক্তকে আটক করে মারধর করে। পরে ওই যুবককে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করা হয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বাংলানিউজকে জানান, কলেজছাত্রীর বাবা আজ থানায় অভিযোগ করেছেন। ঘটনাটি তদন্তের জন্য ঘটনাস্থলে একটি দল পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
এনটি