ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জের হিন্দু সম্প্রদায়ের হামলার প্রতিবাদে বাসদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
সুনামগঞ্জের হিন্দু সম্প্রদায়ের হামলার প্রতিবাদে বাসদের বিক্ষোভ সুনামগঞ্জের হিন্দু সম্প্রদায়ের হামলার প্রতিবাদে বাসদের বিক্ষোভ। ছবি: বাংলানিউজ

বরিশাল: সুনামগঞ্জের হিন্দু সম্প্রদায়ের উপর হেফাজতে ইসলামের সংগঠিত সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বরিশালে বাসদের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ মার্চ) বেলা ১১ টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাসদ এর আহ্বায়ক ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে ও বাসদ এর সদস্য কাজল দাসের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ বরিশাল জেলার সাধারণ সম্পাদক জলিলুর রহমান, বাসদ এর বরিশাল জেলার সদস্য সন্তু মিত্র, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক নুরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলার প্রচার সম্পাদক বিজন শিকদার, সদস্য অদিতি ইসলাম, লামিয়া সাইমুন, বিশিষ্ট নাগরিক হিরন্ময় সমাদ্দার প্রমুখ।

বক্তারা অবিলম্বে শাল্লার হামলায় জড়িতদের গ্রেফতার ও বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।