ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
আদিতমারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু  প্রতীকী

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পুকুরে পানিতে ডুবে লিমন মিয়া (৬) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।  

শুক্রবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার সরকারি আদিতমারী জি এস মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের পুকুরে এ ঘটনা ঘটে।

লিমন একই উপজেলার ভাদাই ইউনিয়নের বসিনটারি এলাকার আরিফুল ইসলামের ছেলে।  

ভাদাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রোকনুজ্জামান রোকন বাংলানিউজকে জানান, প্রতিবেশী শিশুদের সঙ্গে বাড়ির পাশে সরকারি ওই বিদ্যালয় ও কলেজের পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে যায় লিমন। পরে স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।