রংপুর: তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে ঢাকা থেকে শুরু হওয়া লংমার্চ রংপুরে এসে পৌঁছেছে।
রোববার (২১ মার্চ) সকালে রংপুর মডার্ন মোড় হয়ে রংপুরে প্রবেশ করে শাপলা চত্বর এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে ১৯ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে নীলফামারীর ডিমলা অভিমুখে লংমার্চ শুরু করে বাসদ।
পরে ২০ মার্চ বগুড়ায় সমাবেশ শেষে সকাল ১০টার দিকে রংপুরের শাপলা চত্বরে সমাবেশ করে বাসদ। সমাবেশ শেষে রংপুর শহরের প্রাণকেন্দ্র জাহাজ কোম্পানি মোড় হয়ে মেডিক্যাল মোড় দিয়ে নীলফামারীর ডিমলা অভিমুখে যাত্রা শুরু করে।
শাপলা চত্বরে সমাবেশে বক্তারা বলেন, ভারতের একতরফা নীতির কারণে তিস্তা পানিশূন্য হয়ে পড়েছে। ফলে কয়েক লাখ মানুষের জীবন-জীবিকা হুমকিতে পড়েছে। তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে সরকারের আলোচনা উত্থাপন করা উচিত। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উৎসবের পূর্বেই তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকারকে সব ধরনের তৎপরতা অব্যাহত রাখতে হবে।
উত্তরবঙ্গ তথা বাংলাদেশকে মরুকরণের বিপদ থেকে রক্ষা করতে তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের বিকল্প নেই।
এসময় বক্তারা সরকারের নতজানু নীতির তীব্র সমলোচনা করে দ্রুতই তিস্তা চুক্তি বাস্তবায়নের দাবি জানান।
লংমার্চটির সমাপনী সমাবেশ বিকেল ৪টার দিকে ডিমলা উপজেলা চত্বরে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
এসআরএস