ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সিলেট: সিলেটের বিশ্বনাথ উপজেলায় বাড়ির পাশেই ইমরান হোসেন সায়মন (৩২) নামে এক ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২০ মার্চ) রাতের আঁধারে উপজেলা সদরের খুদেজা মঞ্জিল নামক বাড়ির পাশের সড়কে তাকে কুপিয়ে হত্যা করা হয়।


 
ইমরান হোসেন সায়মন উপজেলার সদর ইউনিয়নের জানাইয়া (পশ্চিম মশল্লা) গ্রামের মকছন্দর আলীর ছেলে। বাড়ির পাশেই নিহত সায়মনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

সিলেটের বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা বাংলানিউজকে বলেন, বাড়ির পাশে থেকে নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতের আঁধারে তাকে হত্যা করা হয়েছে। নিহত ব্যবসায়ী সায়মনের শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। ঘটনাস্থলে মরদেহের সঙ্গে নিহতের চাচাতো ভাই লায়েক আহমদ ও ফয়েজ মিয়া সজ্ঞাহীন পড়ে ছিলেন।
 
তিনি বলেন, প্রতিবেশির সঙ্গে পূর্ব বিরোধ থেকে হত্যার এ ঘটনাটি ঘটে। যদিও কাউকে গ্রেফতার করা যায়নি। তবে হত্যাকাণ্ডে জড়িতদের পুলিশ শনাক্ত করতে পেরেছে। যেকোনো মূহুর্তে তাদের গ্রেফতার করা হবে।
 
নিহতের প্রতিবেশী সাবেক ইউপি সদস্য নূরুল হক বলেন, রাতে সায়মন তার চাচাতো ভাই লায়েক ও ফয়েজকে সঙ্গে নিয়ে বিশ্বনাথ বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। উপজেলা রোডে খুদেজা মঞ্জিল নামের বাড়ির রাস্তার পেরোনোমাত্র দুর্বৃত্তরা হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা সাময়নের বুকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যান। তবে সায়মনের ওপরে যারা হামলা করেছেন তাদের চিনতে পেরেছেন তার সঙ্গে থাকা দুই চাচাতো ভাই। হামলাকারীরা নিহতের প্রতিবেশী বলেও নিশ্চিত করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।