ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

জামালপুরে অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
জামালপুরে অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু আগুনে পোড়া ঘর। ছবি: বাংলানিউজ

জামালপুর: জামালপুরের রশিদপুরে রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার থেকে পেট্রোলের ড্রামে ছড়িয়ে পড়া আগুনে দগ্ধ হয়ে শিপ্রা বেগম (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় দগ্ধ হয়েছে তার স্বামী শুভ্র মিয়া (৩০)।

রোববার (২১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ওই গৃহবধূর টিনের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।  দগ্ধ শুভ্র মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

গৃহবধূর স্বামী শুভ্র মিয়া রশিদপুর বাজারে মনোহারি দোকানে খুচরা পেট্রোল বিক্রি করতেন। সেই পেট্রোলের কয়েকটি ছোট ড্রাম রান্না ঘরে মজুদ ছিল। তারা স্বামী-স্ত্রী ও চার বছরের মেয়েকে নিয়ে এক বছর ধরে ইজ্জাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়কের বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে স্বামী-স্ত্রী রান্না করতে যান। তাদের একমাত্র মেয়ে পাশের দাদাবাড়িতে ছিল। এ সময় গ্যাস সিলিন্ডার থেকে পাশে মজুদ রাখা পেট্রোলের ড্রামে আগুন লেগে তা রান্না ঘর থেকে শোবার ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান ওই গৃহবধূ। আংশিক দগ্ধ হওয়া ওই গৃহবধূর স্বামীকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জামালপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আ. রাজ্জাক জানান, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। সেই আগুন রান্না ঘরে মজুদ রাখা পেট্রোলের ড্রামে লাগলে মুহূর্তেই সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।