বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
রোববার (২১ মার্চ) দুপুরে উপজেলার পশ্চিম আলোহালী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মা ও মেয়ে গোসল করতে যান। এসময় পানি উত্তোলনের জন্য বৈদ্যুতিক মোটরের (পানির পাম্প) সুইচে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন পাপিয়া। এসময় তিনি ছটফট করলে মেয়ে সোনালী চিৎকার দিয়ে মাকে জড়িয়ে ধরলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। মেয়ের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্বত্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বাংলানিউজকে জানান, মা ও মেয়ের মরদেহ হাসপাতালে রয়েছে। কোনো অভিযোগ না থাকলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
কেইউএ/ওএইচ/