ঢাকা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে তার মন্ত্রণালয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সেলিম হোসেন রোববার (২১ মার্চ) জানান, প্রতিমন্ত্রী শনিবার (২০ মার্চ) কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দেন।
প্রতিমন্ত্রী বর্তমানে সাভারে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান জনসংযোগ কর্মকর্তা সেলিম।
আর প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) এবং সহকারী একান্ত সচিব (এপিস) কোয়ারেন্টিনে রয়েছেন।
এরআগে এই মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন করোনা ভাইারাসে আক্রান্ত হন। মহামারি শুরুর পর বেশ কয়েকজন মন্ত্রী-সচিব আক্রান্ত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
এমআইএইচ/এএ