ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ভাণ্ডারিয়ায় মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
ভাণ্ডারিয়ায় মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা আটক প্রতীকী ছবি

পিরোজপুর: পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি গ্রামের নিজ বসতঘর থেকে নিশা আক্তার (১৩) নামে এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২১ মার্চ) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

নিশা ওই গ্রামের সৌদি প্রবাসী সোলায়মান হাওলাদারের মেয়ে। সে ইকড়ি নেছারিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণি ছাত্রী ছিল।

মায়ের পরকীয়া সম্পর্ক দেখে ফেলা মেয়েটির মৃত্যুর কারণ হতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ এ ঘটনায় মেয়েটির মা নিপু আক্তারকে আটক করেছে।  
পুলিশ জানায়, মেয়েটির নিজ বসতঘরের সামনের বারান্দায় মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত আবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীরা থানায় খবর দেন। ঘটনার পর থেকে মেয়েটির মা আত্মগোপন করলে এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দেয়। এ ঘটনায় জন্য মেয়েটির মা নিপুকে আটক করেছে পুলিশ।  

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী বিদেশে থাকার সুযোগে প্রবাসী সোলায়মানের স্ত্রী নিপুর দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। নিশা তার মায়ের এ অপকর্ম দেখে ফেলায় তাকে হত্যা পর মরদেহ ঝুলিয়ে রাখা হতে পারে বলে এলাকাবাসীর ধারণা।

এ ব্যাপারে ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহত মেয়েটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মেয়েটির মা নিপুকে আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।