সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে মোটরসাইকেল চাপায় সূর্য ভানু (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
রোববার (২১ মার্চ) রাত ৮টার দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সূর্য ভানু সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের স্ত্রী।
সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, সন্ধ্যায় সিরাজগঞ্জ-মুলবাড়ী আঞ্চলিক মহাসড়কে পাইকপাড়া এলাকায় রাস্তা পার হচ্ছিলেন সূর্য ভানু। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায় স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
আরএ