ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে চিকিৎসকের আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
রাজশাহীতে চিকিৎসকের আত্মহত্যা

রাজশাহী: রাজশাহীতে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে লুৎফর রহমান (২৭) নামে এক তরুণ চিকিৎসক আত্মহত্যা করেছেন।  

সোমবার (২২ মার্চ) ভোর সাড়ে চারটার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

জানতে চাইলে- রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বাংলানিউজকে বলেন, ডা. লুৎফর রহমানের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার ভবানিপুর গ্রামে। তিনি রাজশাহী মেডিক্যাল কলেজের এমবিবিএস ৫৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পরে তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজে হেপাটোলজি বিষয়ে এমডি করেন।

তিনি জানান, অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে লুৎফর আত্মহত্যা করেছেন। তবে এর কারণ জানা যায়নি। বর্তমানে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রুহুল আমিন বলেন, ভোর ৪টার দিকে ডা. লুৎফরকে অচেতন অবস্থায় গ্রামের বাড়ি থেকে রামেক হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। ভর্তির সময় পরিবারের সদস্যরা পুলিশকে জানান- অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের কারণে ওই চিকিৎসক অসুস্থ হয়ে পড়েছেন।

রামেক হাসপাতালে ভর্তির পর জরুরি বিভাগ থেকে তাকে দ্রুত ১৩ নম্বর ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪টার দিকে লুৎফর মারা যান। পরে মরদেহ হাসপাতাল মর্গে নেওয়া হয়।

এদিকে রাজশাহীর দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী জানান, এ ঘটনাটি সম্পর্কে এখনও তাদের কাছে কোনো তথ্য নেই। তবে খবরটি শোনার পর তারা খোঁজ-খবর নিচ্ছেন বলেও জানান ওসি হাসমত।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
এসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।