সাভার (ঢাকা): স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসে প্রথমে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী।
সোমবার (২২ মার্চ) বেলা ১১টা ১০ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী সেখানে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এছাড়া উদয় পদ্ম নামের একটি ফুল গাছের চারা রোপণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধ থেকে তিনি ১১টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হন।
বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান।
বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
কেএআর