ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

স্বাস্থ্যবিধি মানতে বরিশালে অভিযান, মাস্ক বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
স্বাস্থ্যবিধি মানতে বরিশালে অভিযান, মাস্ক বিতরণ স্বাস্থ্যবিধি মানতে বরিশালে অভিযান, মাস্ক বিতরণ

বরিশাল: স্বাস্থ্যবিধি মানতে এবং মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের দু’টি টিম বরিশাল নগরীতে অভিযান চালিয়েছে।

সোমবার (২২ মার্চ) সকালে নগরের বটতলা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ দস্তেগীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় যানবাহন থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে মাস্কবিহীন অবস্থায় পেয়ে মাস্ক পরিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকজনকে ২শ’ টাকা পর্যন্ত জরিমানা করা হয়।

মাস্ক না পরায় জরিমানা দেওয়া ব্যক্তিরা বলেন, তাদের ভুল হয়েছে। এজন্য জরিমানা গুনতে হয়েছে। এখন থেকে নিয়মিত মাস্ক পরবেন।

এনিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ দস্তেগীর বলেন, তারা সচেতনতার জন্য জেলা প্রশাসনের সিম্বল লাগানো মাস্ক পরিয়ে দিচ্ছেন। আর সেসঙ্গে জরিমানাও করছেন যাতে করে মানুষ মাস্ক পরতে উদ্বুদ্ধ হয়।

অপরদিকে, একইভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম পরিচালিত ভ্রাম্যমাণ আদালতও নগরীতে অভিযান পরিচালনা করেন।

সোমবার বেলা ১১টায় সমাজকল্যাণ পরিষদের সহযোগিতায় ও বরিশাল জেলা সমাজসেবার আয়োজনে নগরের সদরোডে পথচারীদের মধ্যে মাস্ক বিতরণের কার্যক্রমের উদ্ধোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার।

এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবার বিভাগীয় কার্যলয়ের উপ-পরিচালক একেএম আখতারুজ্জামান, জেলা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদার, জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, বীর মুক্তিযোদ্ধা এমজি কবীর ভুলু, মো. হোসেন চৌধুরীসহ সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

পরে নগরের বিভিন্নস্থানে পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করেন তারা।

জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার পথচারীদের বলেন, আমি জেলা প্রশাসক না। আমি আপনাদের ভাই হয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছি। আপনারা কোভিড মুক্ত ও সুস্থ জীবন-যাপন করলে আমি নিজেও শান্তি পাবো। আপনারা নতুন করে নিজেদের সচেতনতার মাধ্যমে করোনাকে দূরে রেখে চলাচল করবেন।  

নিজেকে, পরিবারকে এবং সমাজকে সুস্থ রাখতে বাহিরে বের হলে নিয়মিত মাস্ক পরার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
এমএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।