ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন থেকে ১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ মাসুদ রানা (৩৪) নামে মাদকবিক্রেতা এক ট্রেন যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২২ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলা কারগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার মাসুদ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফারাকপুর চরশালিমপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুমার বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে রোববার (২১ মার্চ) সন্ধ্যায় বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ‘ঝ’ বগি থেকে মাসুদকে গ্রেফতার করা হয়। সে সময় তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ১ কেজি ৯০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। সোমবার সকালে তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী রেলওয়ে থানায় মামলা নথিভূক্ত করে দুপুরে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
এসআরএস