ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।

সোমবার (২২ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল চিটাগাং রোড ইউটার্ন এলাকায় এ ঘটনা ঘটে। ইউটার্ন এলাকায় গাড়ি ঘোরানোর সময় দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দিলে তিনটি প্রাইভেটকার, তিনটি পিকআপ, দুইটি মোটরসাইকেলসহ ১০টি যানবহন দুর্ঘটনার শিকার হয়।

এ ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী যান চলাচল কিছু সময় বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে পাঠিয়েছে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের এটিএসআই বাহার উদ্দিন উদ্ধার তৎপরতা চালায়।

এটিএসআই বাহার উদ্দিন বাংলানিউজকে জানান, ঘটনা ভয়াবহ। এক সঙ্গে ১০টি যানবহন দুর্ঘটনার শিকার হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।