ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

তেলের দাম বেশি রেখে পরিমাণে কম দেয়ায় জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
তেলের দাম বেশি রেখে পরিমাণে কম দেয়ায় জরিমানা

পঞ্চগড়: সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দাম রাখা এবং বোতলজাত তেলে বিএসটিআই নির্ধারিত পরিমাপের চেয়ে কম থাকায় পঞ্চগড়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ইসলাম অয়েল অ্যান্ড ফ্লাওয়ার মিল নামে এক প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে।

সোমবার (২২ মার্চ) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার রাজনগর এলাকায় বাজার তদারকি অভিযানে এ জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।

তিনি বাংলানিউজকে বলেন, জেলা প্রশাসনের সহযোগিতায় রাজনগর এলাকায় বাজার তদারকির অভিযান পরিচালনা করা হয়। এসময় সরকার কর্তৃক নির্ধারিত দামের চেয়ে বোতলজাত পাম তেলের দাম বেশি রাখায় এবং বিএসটিআই নির্ধারিত পরিমাপের চেয়ে তেলের পরিমাণ কম থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ও ৪৮ ধারার লঙ্ঘন ঘটায় ইসলাম অয়েল অ্যান্ড ফ্লাওয়ার মিলকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।  

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।