কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ায় মানিক মিয়া (৪৫) নামে এক রিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনার পর স্থানীয় জনতা ছিনতাইকারী শামীমকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করেছে।
রোববার (২১ মার্চ) দিনগত রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের আগপাড়া মাস্টার বাড়ি জামে মসজিদের কাছে এ ঘটনা ঘটে।
নিহত মানিক মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের কাশোরারচর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। তিনি ব্যাটারি চালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
অন্যদিকে, আটক শামীম কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের চৌধুরী হাটি-মজুমদারপাড়ার আব্দুর রশিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিনগত রাত ১১টার দিকে জেলা শহরের পুরনো থানা থেকে যাত্রীবেশে শামীম নামে এক ছিনতাইকারী মানিক মিয়ার অটোরিকশায় ওঠেন। পথে আগপাড়া মাস্টার বাড়ি জামে মসজিদের কাছে এলে মানিককে ছুরি দিয়ে ভয় দেখিয়ে শামীম অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করেন। কিন্তু মানিক তাতে বাধা দিলে তার পেটে ও উরুতে ছুরিকাঘাত করেন তিনি। এসময় মানিকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে শামীমকে আটক করেন। গুরুতর আহত মানিককে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক বাংলানিউজকে জানান, শামীম নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
এসআই